পাবনার রূপপুরের বালিশ কেলেঙ্কারির পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) তোয়ালে কম মূল্যে দামে ক্রয় করে বেশি দামে দেখানোর অভিযোগ উঠেছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (রবিবা) ভাইস চ্যান্সেলরের বাসভবনের তোয়ালে ক্রয়ে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বুলবুল আহমেদের বিরুদ্ধে তোয়ালে ক্রয় নিয়ে এই অনিয়মের অভিযোগ উঠেছে। তিনি সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত প্যাডে বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক সাময়িক বরখাস্ত হওয়া গোলাম সরোয়ারের ভগ্নিপতি।
গত ২৭ জানুয়ারি ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে দুই সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন রবিবা’র প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বে) ড. সুমন কান্তি বড়ুয়া। কমিটির প্রধান ড. সুমন কান্তি বড়ুয়া নিজেই। অপর সদস্য হলেন, রবিবা’র রেজিস্ট্রার দপ্তরের আইন কর্মকর্তা ড. খান মোহাম্মদ আরমান শোভন।
তদন্ত কমিটি গঠনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৩০ নভেম্বর রবিবা’র উপাচার্যের বাসভবনে ব্যবহারের জন্য শাহজাদপুরের মনিরামপুর বাজার এলাকার ময়না ক্লোথ স্টোর থেকে ৪৮০০ (চার হাজার আট শত) টাকা মূল্যে ৪ (চার) টি চায়না তোয়ালে ক্রয় করেন সেকশন অফিসার বুলবুল আহমেদ । বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় ভাইস চ্যান্সেলর এর ব্যাখ্যাসহ পুনঃ উপস্থাপনের জন্য ট্রেজারারকে নির্দেশ দেন । পরবর্তীতে ট্রেজারার ভাউচার পর্যবেক্ষণ এবং ময়না ক্লোথ স্টোরে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে এ ধরনের কোন প্রকার তোয়ালে বিক্রি করেন নি।
রবিবা’র প্রো-ভাইস চ্যান্সেলর ডা. সুমন কান্তি বড়ুয়া বলেন, অভ্যন্তরীণ স্বচ্ছতার জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তা ছাড়া এটা তেমন কোনো বড় ঘটনা নয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে রবিবা’র সেকশন অফিসার বুলবুল আহমেদ বলেন, এগুলো তার বিরুদ্ধে ষড়যন্ত্র। সুষ্ঠুভাবে তদন্ত করলেই বেরিয়ে আসবে। তিনি চায়না তোয়ালে ময়না ক্লোথ স্টোর থেকেই কিনেছেন বলে দাবী করেন। এই ক্রয় প্রক্রিয়ায় তার সাথে আব্দুল আলীম নামে আরও এক কর্মচারী ছিলেন বলে জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর