ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মায়ের কাছে ডিম ভাজা দিয়ে ভাত খাওয়ার আবদার করে নিখোঁজ হয় শিশু তানজিম (৭)। দু’দিন পর পুকুরে মিলেলো শিশুর লাশ। রোববার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। শিশু তানজিম শিমরাইল গ্রামের দুবাই প্রবাসী আবুতাহের মিয়ার ছেলে। নিখোঁজের ঘটনায় গত শনিবার কসবা থানায় সাধারণ ডায়েরী করেছিলেন শিশুর পরিবার।
নিহতের নানা নেছারমিয়া জানান, শুক্রবার সকালে মায়ের কাছে ডিম দিয়ে ভাত খাওয়ার আবদার করে। তার মা একমাত্র ছেলের জন্য ডিম ভেজে ভাত রেডি করতে করতে আবার খেলার ছলে বেরিয়ে যায় তানজিম। এরপর দীর্ঘক্ষণ ধরে ফিরে না আসায় মা এবং পরিবার তাকে খুঁজতে থাকে। সারাদিন তাকে কোথাও খুঁজে না পেয়ে মাইকিং করে এলাকাবাসীর নিকট তার সন্ধান চায় পরিবার। এরপরে ও কোথাও সন্ধান মেলেনি তানজিমের।একমাত্র ছেলের নিখোঁজের পর থেকে নির্বাক হয়ে গেছে শিশুর মাতা। পরদিন শনিবার তানজিমের চাচাতো ভাই রমজান মিয়া বাদি হয়ে কসবা থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন।
পরে রোববার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরে শিশু তানজিমের লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা। বাড়ির লোক জনতার উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কসবা থানা পুলিশ।
এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, শিশুটি নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরী করেছিলো। রোববার দুপুরে বাড়ির পাশে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর