সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিনে এবার ময়লা ফেললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ওই ডাস্টবিনে ময়লা ফেলছেন এমন একটি ছবি পোস্ট করেন।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "নগরবাসী, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না, উপযুক্ত স্থানে ফেলুন।"
এদিকে, অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত এই ডাস্টবিনটি স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মেলার প্রথম দিনেই ওই ডাস্টবিনে ময়লা ফেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১ ফেব্রুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ডাস্টবিনে ময়লা ফেলতে ছবিও পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, "শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ।"
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ওই ডাস্টবিনের একটি ছবি শেয়ার করে, যেখানে লেখা ছিল, "আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না। মেলার অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন, আবর্জনামুক্ত থাকুন।"
শাকিল/সাএ
সর্বশেষ খবর