বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের জীবনের প্রতি ভক্তদের আগ্রহ কখনোই কমেনি। তার প্রতিটি পদক্ষেপই ভক্তদের মধ্যে আগ্রহের সৃষ্টি করে। সম্প্রতি, আমির খানের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে আলোচনা-সমালোচনার সূত্রপাত হয়েছে।
মিন্টের এক প্রতিবেদনে জানা গেছে, আমির খানের এই ভাইরাল ভিডিও এবং ছবি গুলি তার অভিনব লুকের জন্য সবার নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, আমির খানের গায়ে পুরনো একটি বস্তা জড়ানো, মোটা ভ্রু আঁকা এবং এলোমেলো চুলে তিনি ‘গুহামানব’-এর রূপে মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটা আসলে আমিরের একটি প্রচারণার কৌশল, কারণ তিনি একটি জনপ্রিয় কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রের জন্য কাজ করছেন।
এদিকে, আমির খানের ভক্তরা তার পরবর্তী সিনেমা নিয়ে আগ্রহী। ‘লাল সিং চাড্ডা’ ছবির পর আমিরের আর কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে সম্প্রতি আমির তার নতুন সিনেমার খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার নতুন ছবি 'সিতারে জমিন পার' চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে। এটি তার জনপ্রিয় সিনেমা ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল।
শাকিল/সাএ
সর্বশেষ খবর