বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নিবন্ধন সনদ নেয় দলটি। ইসির তথ্যানুযায়ী দলটির নিবন্ধন নম্বর ৫৪। দলটির প্রতীক ফুলকপি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি।
বিডিপি'র চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন জানান, জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতি করবে বিডিপি। নূন্যতম সংস্কার করে ১ থেকে দেড় বছরের মধ্যে সংসদ নির্বাচন চান তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিলো নির্বাচন কমিশনে। সংক্ষিপ্ত তালিকায়ও ছিলো তারা। তবে কাজী হাবিবুল আউয়াল কমিশন বিডিপিকে নিবন্ধন দেয়নি, ইসিতে জমা দেয়া তাদের সাংগঠনিক কাঠামোর তথ্যের সাথে মাঠের বাস্তবতার মিল না পাওয়ায় নিবন্ধন পায়নি তারা। পরে দলটির নেতারা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গত বছরের ১২ ডিসেম্বর আদেশ দেয়। এরই ধারাবাহিকতায় নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর