ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তর জনপদের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা। মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে বিভিন্ন ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে।
সপ্তাহখানেক হলো সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশা পরতে শুরু করছে এই জনপদে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যায়। এই ঘন কুয়াশা থাকছে দুপুর ১টা পর্যন্ত।
এতে সড়কে বাড়ছে দুর্ঘটনা। গত ২৮ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় কুন্দারহাট বাসস্ট্যান্ডে একজন ও ৩১ জানুয়ারি রণবাঘা বাসস্ট্যান্ডে একজন নিহত হয়েছে। এছাড়া প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে সড়ক র্দুঘটনার খবর পাওয়া যাচ্ছে। কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান জানিয়েছেন, ঘন কুয়াশায় দুর্ঘটনার মূল কারণ।
ট্রাকচালক মানিক মিয়া বলেন, এই কুয়াশার কারণে খুব ধীরগতিতে গাড়ি চালাতে হচ্ছে। সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছি না। ২০ হাত সামনে কি আছে তা ঠিকমতো দেখা যাচ্ছেনা। কারণেই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ বলেন, রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ঘন কুয়াশা আরও ২-৩ দিন চলতে পারে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর