জামালপুরের সরিষাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার একুশে মোড় এলাকায় আব্দুল মান্নানএর ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগে। মুহূর্তেই পাশের সোলাইমান হোসেনের সার, কীটনাশক ও কুটির শিল্পের দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিস দলের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত সোলাইমান হোসেন বলেন, পাশের বাড়ীর মান্নান মিয়ার ঘর থেকে আগুন লাগে। ওই আগুনে আমার একটি সার ও কীটনাশক দোকান আরেকটি কুটিরশিল্পের দোকানের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে গেছে। এতে তার ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে জানান তিনি।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর