ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আনোয়ার হোসেন (৬২) নামে এক বৃদ্ধ ও তার শ্যালিকা বিবি রহিমার (৫৬) মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও দুইজন ব্যক্তি। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। পরিবার নিয়ে তিনি বসবাস করেন ঢাকার হাজারীবাগ এলাকায়। তার বাবার নাম কালাই মিয়া। আনোয়ার হোসেন ঘটনাস্থলে এবং রহিমা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ জানায়, রোববার রাতে ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। ঘন কুয়াশায় মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন পরিবারের আরও ৫ সদস্য ও চালক। আনোয়ার ঘটনাস্থলে মারা যান। রহিমাকে হাসপাতালে নেওয়ার পর দুপুরে মারা যান।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, সকাল ৬টা ১৫ মিনিটে খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে একজনকে মৃত এবং মুমূর্ষু অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। তবে আমরা পৌঁছানোর আগে তিনজনকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।
হাইওয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী জানান, একটি ডাম্প ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসে থাকা একজনের মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর