বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদ তোফাজ্জল হোসেন হত্যার ছয় মাস অতিবাহিত হলেও এখনো কোন মামলা না হওয়ায় তোফাজ্জল হত্যাকারীদের বিচারের দাবীতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা যায়, ৪ আগস্ট উপজেলার স্কয়ার মাস্টার বাড়ী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তোফাজ্জলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। নিহত তোফাজ্জল পার্শ্ববর্তী উপজেলার নগরহাওলা গ্রামে ভাড়া থেকে দিন মজুরের কাজ করতেন। সে নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
এ সময় হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও রফিকুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজ্বী আব্দর রউফ, খলিলুর রহমান বিএসএস।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা মফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা, এমদাদুল হক খসরু, মোকলেছুর রহমান, রাসেল ঢালী, শাহজাহান প্রধান, তোফায়েল আহমেদ রানা, স্বেচ্ছাসেবকদল নেতা মিয়াজ, উপজেলা ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মানিক, আকরাম মোল্লা, সাকিব খান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন তারা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর