গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের কমিটি গঠনের পর অনৈতিক সুবিধা নিয়ে হঠাৎ করেই তা বাতিল করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে কমিটির সভাপতি, সম্পাদকসহ সকল সদস্যরা সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সিদ্দিক হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর অন্যায়ভাবে কয়েক মাসের ব্যবধানে কমিটি বাতিল করেছেন। তারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নতুন কমিটিতে স্থান দিয়েছেন, যা সংগঠনের আদর্শবিরোধী ও অন্যায় সিদ্ধান্ত বলে দাবি করা হয়।
ভাওয়ালগড় ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শেখ মোঃ নূরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "কমিটি ভেঙে দেওয়ার হুমকি দিয়ে আমার কাছে ১ লাখ টাকা দাবি করেছেন জেলার আহ্বায়ক সিদ্দিক হোসেন। এছাড়াও সদর উপজেলার সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কয়েক দফায় আমাকে সিদ্দিক হোসেনের সাথে সমন্বয় করতে চাপ দেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানানোর কয়েক দিনের মধ্যেই হঠাৎ করে কমিটি বাতিল করা হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী কোনো কারণ ছাড়া কমিটি বাতিল করার এখতিয়ার জেলা কমিটির নেই। বক্তারা দাবি করেন, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি অর্থের বিনিময়ে দলীয় পদ বিক্রি করছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ঘটনায় তারা দলের ঊর্ধ্বতন নেতাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন এবং বাতিল হওয়া কমিটি পুনর্বহালের দাবি জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর