বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নের ব্যবসায়ীর দোকানে ট্রাক লাগিয়ে চাল, সার ও ধান লুটের ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে ছোনকা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
ব্যবসায়ী আলহাজ আলা উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দোকানে বিক্রয় শেষে বন্ধ করে বাড়িতে যায়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে দেখতে পায় কে বা কাহারা দোকান ও গোডাউনের তালা ইলেক্ট্রিক মেশিন দিয়ে ভেঙ্গে ভিতরে থাকা ৫০ কেজি ওজনের ৮০ বস্তা চাল, ১শ কেজির ৯বস্তা ধান ও দোকান থেকে ৮ বস্তা ইউরিয়া সার ট্রাক লেগে লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এছাড়াও দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরার সকল সরঞ্জাম নিয়ে যায় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ছোনকা বাজার এলাকায় জুয়েল ট্রেডার্স থেকে গভীর রাতে ট্রাক লাগিয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর