তেরো লাখ টাকা ঘুষের বিনিময়ে ল্যাব সহকারী ও সহকারি সুপার পদে নিয়োগ, সেই ঘুষের টাকার ভাগ বাটোয়ারার তালিকা জনসমক্ষে আসায় তোলপাড় শুরু হয়।
এ ঘটনায় বিডি২৪লাইভসহ বেশ ক’টি জাতীয় পত্রিকায় “কিশোরগঞ্জে উৎকোচ নিয়ে নিয়োগের অভিযোগ, ভাগাভাগির তালিকা প্রকাশে তোলপাড়” শিরোনামে সংবাদ প্রকাশ হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসেন।
তিনি আরও জানান- রংপুর বিভাগের সহকারী পরিদর্শক ইমন আমিরকে প্রধান করে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে প্রায় ১৩ লক্ষ টাকা ঘুষ নিয়ে ল্যাব সহকারী ও সহকারি সুপার পদে নিয়োগ দেয়াড় অভিযোগে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি ওই মাদ্রাসার সহকারি সুপার ও ল্যাব সহকারী নিয়োগের জন্য অধ্যক্ষের সিল ও স্বাক্ষর সম্বলিত ১২ লাখ ৩৩ হাজার ৮শ টাকার ভাগ বাটোয়ারার একটি তালিকা প্রকাশ্যে আসায় তোলপাড় শুরু হয়।
অন্যদিকে এ ঘটনায় উপজেলা প্রশাসনের তরফ হতেও একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সাথে কথা হলে তিনি জানান- টাকার বিনিময়ে দুটি পদে নিয়োগের ভাগবাটোয়ারার তালিকা প্রকাশ্যে আসায় একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর