বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পর্শে দিলবর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের করম জাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের দিলবর রহমান উল্লিখিত গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
জানা যায়, পীর মাজার দাখিল মাদ্রাসার একটি পুকুরে মোটর দিয়ে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর