সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া মারা গেছেন, এমন তথ্য ছড়িয়ে দেয়াড় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন।
রোববার সাইফ উদ্দিনের ফেসবুক আইডি থেকে বলা হয়, ঢাকা থেকে সড়ক পথে কুমিল্লা আসার পথে বিএনপির কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা বরকত উল্লাহ বুলু ও মোস্তাক মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উনাদের মৃত্যুতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী শোকাহত।’ পরে খবরটি ভুয়া বলে নিশ্চিত করে বিএনপি নেতা মোস্তাক মিয়া নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়ে জানান।
এদিন রাতে মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ৪ ফেব্রুয়ারি দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। তবে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন বলেন, আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। সেখান থেকে ভুল খবর পোস্ট করা হয়। বিএনপির দুই নেতা মারা যাওয়ার খবরটি মিথ্যা ছিল। আমি দুঃখ প্রকাশ করছি।
কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, দক্ষিণ জেলা বিএনপির আজ আহ্বায়ক কমিটি ঘোষণার পর এক ছাত্রদল নেতা তার ফেসবুক আইডিতে একটি ভুল খবর পোস্ট করে। পরে খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর