রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের দেওয়া কর্মসূচির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পাংশা শহরের বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল বের করা হয় পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন পাংশায় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের কোন নেতাকর্মী এলাকায় দলীয় কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করতে চাইলে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আপনাদের নেত্রী খুনি হাসিনা নেতাকর্মীদের ফেলে রেখে নিজের বোন ও স্বজনদের নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে কোন নেতাকর্মীর কথা ভাবেনি তিনি আপনারা ওই খুনি হাসিনার পক্ষে মাঠে আসলে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
সমাবেশে বক্তব্য রাখেন- রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রদলের অন্যতম নেতা সজীব রাজা, প্রমুখ। এ সময় বিভিন্ন এলাকা থেকে যুবদল ছাত্রদল সেচ্ছাসেবক দলের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর