নাটোরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন এস আই) সদস্য পরিচয় দেয়ার অভিযোগে জাহিদ হাসান রনি (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তার কাছ থেকে এন এস আ ই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুইটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটি এম কার্ড জব্দ করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বিকালে বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়ার গারফা গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত জাহিদ বড়াইগ্রাম উপজেলার দয়ারগারফা গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জাহিদ নিজেকে বিভিন্ন স্থানে এন এ স আ ই ফিল্ড অফিসার হিসাবে পরিচয় দিয়ে বেড়াতো। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোষ্ট করাসহ স্কুল-কলেজের মেয়েদের সাথে প্রেমের সর্ম্পক গড়ে তুলতো। বিষয়টি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এন এস আ ই) নজরে আসে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক ওই যুবক জাহিদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে এন এস আ ই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুইটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোঃ জাহিদ হাসান রনি এসব স্বীকার করে জানিয়েছেন এন এস আ ই লেখা সম্বলিত জ্যাকেট ও কার্ড ব্যবহার করে তিনি মেয়েদের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন এবং প্রেম করতেন। এব্যাপারে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর