ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ২৫০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরাম এর সার্বিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক এর উপস্থিতিতে এ শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেস্ট ডান ফোরাম এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা কৃষি অফিসার আরিফুর রহমান ও সমাজসেবা অফিসার এস,এম হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোমভাগ ইউনিয়ন পরিষদের সচিব রবীন্দ্রনাথ ঘোষ।
বেস্ট ডান ফোরাম এর প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শীতের শেষ দিকে হলেও এই শীতবস্ত্রগুলো আগামী বছরের জন্য সুবিধাবঞ্চিত মানুষদের উপকারে আসবে। বেস্ট ডান ফোরাম পরিবারের প্রতি আস্থা রেখে দ্বায়িত্ব দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং সমাজ ও মানবকল্যাণে সবসময়ই নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করি।
এবিষয়ে প্রধান অতিথি মামনুন আহমেদ অনিক বলেন, ধামরাই উপজেলা প্রশাসন সবসময়ই সমাজের অসহায় মানুষের সাথে আছে, থাকবে। প্রকৃত অর্থে সুবিধাবঞ্চিত মানুষদের তালিকা তৈরি করা থেকে পুরো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য তিনি প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরাম কে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন- বেস্ট ডান ফোরাম এর সহ সভাপতি রাব্বি হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইবনুল আহসান অধি, সহকারী সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর শাওন আলী, আহ্বায়ক মো. রাকিব শেখ সহ প্রতিষ্ঠানটির সদস্যবৃন্দ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর