ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খেলোয়াড় ইউনিটের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে। ড্যাশবোর্ড হতে সংশ্লিষ্ট ইউনিট ব্লকে ‘প্রবেশপত্র’ বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থী পরীক্ষার তারিখসহ যাবতীয় তথ্য নোটিশ সেকশনের ‘খেলোয়াড় ইউনিট’ মেনু হতে নিজ নিজ ‘উচ্চমাধ্যমিক গ্রুপের’ ফাইল ডাউনলোড করে জানতে পারবেন।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক বা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অনুর্ধ্ব-২৩ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য খেলোয়াড় কোটার নির্ধারিত শর্ত পূরণ করেন, কেবল তারাই খেলোয়াড় কোটায় ভর্তির জন্য আবেদন করার সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে খেলোয়াড় কোটায় ভর্তির জন্য লিখিত (অঙ্কন) পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট ইউনিট প্রধানগণ লিখিত (অঙ্কন) পরীক্ষাগ্রহণ করবেন। চারুকলা ইউনিটের কোঅর্ডিনেটর এবং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর