
অবৈধভাবে তামাকচুল্লীতে নেওয়ার পথে দীঘিনালায় ১৫৯.২৫ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছে দীঘিনালা বন বিভাগ। এসময় কাঠ বোঝাই একটা জিপ গাড়ি (চাঁদের গাড়ি) জব্দ করা হয়। জীপ গাড়ী নং ঢাকা গ ২৯০৪।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান এবং হাজাছড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এর যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বোয়ালখালীর চৌমুহনী এলাকা থেকে এ জ্বালানি কাঠ জব্দ করা হয়। জ্বালানি কাঠ গুলো মেরুং এলাকার তামাক চুল্লীতে যাচ্ছিলো বলে জানিয়েছেন বন বিভাগ।
নাড়াইছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, 'তামাকের পাতা পুড়াতে অবৈধভাবে জ্বালানি কাঠ নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় বোয়ালখালীর চৌমুহনী নামক এলাকা হতে জ্বালানী কাঠ বোঝাই (ঢাকা গ ২৯০৪) জীপ গাড়ী আটক করতে সক্ষম হই। গাড়িতে থাকা ১৫৯.২৫ ঘনফুট জ্বালানী কাঠ ছিল।
বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বন উজার রোধে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। আমাদের এ অভিযান আরও জোরদার করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর