লক্ষ্মীপুরে নিখোঁজের চারদিন পর ধানক্ষেত থেকে পারভেজ নামের এক মিষ্টি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের খলিফা বাড়ি সংলগ্ন একটি ধানক্ষেত থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পারভেজ পার্শ্ববর্তী শাকচর ইউনিয়নের আবদুল খালেক মাওলানা বাড়ির খোকনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি রাত ১১টার পর বাড়ির সামনে নিজের মিষ্টি দোকান বন্ধ করার পর থেকে নিখোঁজ হন পারভেজ। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করেও তার সন্ধান না পেয়ে ৩১ জানুয়ারি লক্ষ্মীপুর সদর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
সোমবার রাতে চররুহিতা গ্রামের একটি ধানক্ষেতে মাথায় মাফলার পেচানো অবস্থায় পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে নিহতের স্বজনরা জানান, পারভেজ কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তার কোন শত্রু নেই। এ ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে বিচারের দাবী জানান স্বজনরা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মোন্নাফ বলেন, "পরিবারের পক্ষ থেকে ৩১ জানুয়ারি সদর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। সোমবার রাতে চররুহিতা একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।"
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর