আগের মতো, পোষ্য কোটা বহাল রাখার দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিলে একাধিক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগও উঠেছে। ফলে আবারও বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী দল-মত নির্বিশেষে এক হয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে।
দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে সকল হল ঘুরে নতুন প্রশাসনিক ভবনের নিচে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় তারা 'কোটা না মেধা', 'হলে হলে খবর দে, পোষ্যকোটা কবরে দে' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এদিকে দুপুরে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীদেরকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পোষ্য ভর্তি বিভাগীয় সকল শর্ত বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবিতে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হলো। শুধু জরুরি পরিসেবাসমূহ আওতামুক্ত থাকবে তবে অন্দোলনের প্রয়োজনবোধে জরুরী সেবাসমূহ আওতাভুক্ত করা হবে। সকল কর্মকর্তা কর্মচারিদেরকে সকাল ৯ টার সময় তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি অফিসের সামনে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো।'
সর্বশেষ, প্রায় এক হাজার শিক্ষার্থী নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে যাচ্ছে। এখন পর্যন্ত প্রশাসনের কাউকে কথা বলতে দেখা যায়নি।
উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চলমান বিক্ষোভের পর আন্দোলনের প্রেক্ষিতে প্রশাসন একটি সংস্কার কমিটি গঠন করেছে। একইসঙ্গে কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে যাচাই-বাছাই করে চূড়ান্ত সুপারিশ করতে বলা হয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর