পর্দা নামলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এর আর যমুনা ইলেকট্রনিক্সের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ বেস্ট প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছ থেকে প্রতিষ্ঠানটি পেয়েছে বিশেষ সম্মাননা।
শুক্রবার (৩১ জানুয়ারি) মেলার সমাপনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর (মার্কেটিং) সেলিম উল্যা সেলিমের হাতে এই সম্মাননা পুরষ্কার তুলে দেন।
সম্মাননা পুরষ্কার পেয়ে সেলিম উল্যা তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এই অর্জন আমাদের ক্রমাগত উদ্ভাবন, গুণগতমান উন্নয়ন এবং শিল্প-নেতৃত্বের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতিকে তুলে ধরে। এই অসাধারণ প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা আমাদের সকল সম্মানিত গ্রাহক এবং শুভানুধ্যায়ীদের জানাই অসংখ্য ধন্যবাদ। মেলায় যমুনার পণ্যের প্রতি ক্রেতাদের বিপুল আগ্রহ আমাদেরকে উৎসাহিত করেছে। ক্রেতাদের কাছে গুনগত মানের সর্বোৎকৃষ্ট পন্য ন্যায্য দামে পৌঁছে দিতে আমরা সবসময় বদ্ধপরিকর।'
এ বছর যমুনা ইলেকট্রনিক্স তাদের বাণিজ্য মেলায় রেকর্ড পরিমাণ বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে এবং সরকারকে ভ্যাট প্রদান করেছে। এবারের মেলায় যমুনা ইলেকট্রনিক্স ক্রেতাদের জন্য দিয়েছে আকর্ষণীয় সব অফার। যমুনা পন্যের প্রতি ক্রেতাদের আগ্রহের কারনে সপ্তাহের ছুটির দিনসহ অন্যান্য দিনেও যমুনার প্রিমিয়ার প্যাভিলিয়নে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে যমুনা ইলেকট্রনিক্স নতুন মিরর গ্লাস রেফ্রিজারেটর, ডাবল ডোর, টি ডোর, ক্রসড ডোর, হ্যান্ডেল রেফ্রিজারেটর, বেভারেজ কুলার, ৫ডি এআই ইনভার্টার টেকনোলজির এসি, বিএলডিসি প্রযুক্তির সিলিং ফ্যানসহ অনেক নতুন পণ্য প্রদর্শন করেছে যা ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।
প্রসঙ্গত, কনজ্যুমার ইলেকট্রনিকস জগতে যমুনার পথচলা শুরু ২০১৪ সালে। ক্রয়ক্ষমতার মধ্যে জনগণের নিকট সেরা পণ্যটি পৌঁছে দিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিঃ বৃহৎ পরিসরে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স উৎপাদন শুরু করে। আধুনিক যন্ত্রপাতি, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল, উন্নত কাঁচামাল ও প্রতিনিয়ত উদ্ভাবনী উৎকর্ষ সাধনের ফলে যমুনা আজ দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড।
শাকিল/সাএ
সর্বশেষ খবর