আগামী বছর থেকে টঙ্গীতে ইজতেমা করতে পারবে না এমন শর্তে আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমার অনুমতি দেওয়া হয়েছে, মাওলানা সাদ অনুসারীদের। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপন এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরায়ে নেজামের কাছে ইজতেমা ময়দান হস্তান্তর করা হবে।
তবে এর আগে গত ২৭ জানুয়ারি তারিখেও এমন সিদ্ধান্ত জানিয়ে সাদ অনুসারীদের চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সময় সাদ অনুসারীরাও এমন সিদ্ধান্ত না মেনে পাল্টা চিঠি দেয় মন্ত্রণালয়ে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর