রাঙ্গামাটির কাউখালী উপজেলায় এক ইটভাটা শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ইটভাটা শ্রমিকের নাম মো. টিটু (৩৫)। টিটুর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়। তবে সে চট্টগ্রামের রাউজান উপজেলার গুচ্ছগ্রাম এলাjfয় শ্বশুর বাড়িতে থাকত।
এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, ‘ডাকবাংলো এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে একটি মরদেহ মাটিতে পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর