যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মার্কেটিং ক্লাবের ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং সাধারণ সম্পাদক ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রবিউল হাসান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মার্কেটিং বিভাগের নিজ কক্ষে সকাল ৯.৩০ টা হতে বেলা সাড়ে বারোটা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সহসভাপতি (পুরুষ) রিজওয়ান হোসেন স্বপ্নীল, ফারহানা জামান প্রমা নির্বাচিত হয়েছেন। ট্রেজারার পদে মোঃ জেমস হোসাইন, প্রচার সম্পাদক পদে মোঃ সোহায়েব হাসান তালহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সাগর মোল্লা নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সদস্য পদে অনিক রায়, সাব্বির হোসাইন , অহনা আর্মিন মেধা ,আশরাফুল হক , শেখ আবু সুফিয়ান ও সাবরিন শরীফ জয়া নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির নেতারা ক্লাবের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।বিভাগের শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব ক্লাবকে আরও কার্যকর ও গতিশীলভাবে পরিচালনা করবে এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় মার্কেটিং বিভাগের সকল শিক্ষক - শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর