যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ওই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার লক্ষ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই মেলার আয়োজন করে।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ আয়োজন করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে এবং উপকৃত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক স্থাপন এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা রাখি।
এতে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিরেক্টর ফর পাবলিক এনগেইজমেন্ট মি. স্কট হার্টম্যান এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই মেলায় যুক্তরাষ্ট্রের ১৪টি বিশ্ববিদ্যালয়ের স্টল স্থান পায়। এসব স্টলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপসহ বিভিন্ন তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রদান করেন। এছাড়া, মেলা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর