পরিচ্ছন্ন কিশোরগঞ্জ গড়ে তুলতে শিক্ষার্থীদের সমন্বয়ে জিরো ওয়াস্ট ব্রিগেড গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জিরো ওয়াস্ট ব্রিগেড গঠন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ বিশ্বাস, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুজিব আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মো. ফয়সাল প্রিন্স এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে ১৫টি জিরো ওয়াস্ট ব্রিগেড গঠন করা হয়। তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করবে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, তারুণ্যের উৎসব ঘিরে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরির জন্য জিরো ওয়াস্ট ব্রিগেড গঠন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেনো সারাবছর এটি কার্যকর থাকে সে পদক্ষেপ গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর