ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নুসরাত জাহান লুনা (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে নুসরাতের গ্রামের বাড়ি উপজেলার হাজীপুর ইউনিয়নের সিংগারোল দহপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে পৌর শহরের জগথা বিলডাঙ্গী এলাকার বাড়িতে তার অস্বাভাবিক মৃত্যু হয়। নুসরাত পীরগঞ্জ সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশের উপ-পরিদর্শক এসএম রেজাউর রহমান জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের জগথা বিলডাঙ্গী এলাকার বাড়িতে নিজ শয়ন ঘরে নুসরাতের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পিতা লুৎফর রহমান সহ বাড়ির লোকজন। এলাকাবাসী সহায়তায় দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে নুসরাতের ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। মঙ্গলবার ভোরে ওই শিক্ষার্থীর মরদেহ তাদের গ্রামের বাড়ি উপজেলার হাজীপুর ইউনিয়নের সিংগারোল দহপাড়া গ্রামে নিয়ে যায় স্বজনরা।
খবর পেয়ে থানা পুলিশ নুসরাতের গ্রামের বাড়ি সিংগারোল দহপাড়ায় যায় এবং তার মরদেহ থানায় নিয়ে আসতে চাইলে বাঁধা দেয় এলাকাবাসীসহ তার স্বজনরা। গ্রামবাসী ও তার পরিবারকে বুঝিয়ে অবশেষে সন্ধ্যার আগে নুসরাতের মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, নুসরাত সোমবার বিকালে বাড়ির বাইরে ঘুরতে যান। দেরি করে বাড়িতে ফিরলে বাবা মা তাকে বকা বকি করেন। এতে তাদের উপর অভিমান করে রাত ৩টার দিকে নিজ শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগান তিনি।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নুসরাতের মরদেহ গ্রামের বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর