‘আমরা বাড়ি বিক্রি করে খেলা চালাই আর অন্যরা চালায় ফিক্সিং করে’। ফিক্সিংয়ের সঙ্গে জড়িত যত বড় ক্রিকেটার বা ফ্র্যাঞ্চাইজি হোক অ্যাকশন না নিলে বিপিএলের সঙ্গে না থাকার হুমকি দিয়েছেন ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান। পারিশ্রমিক ইস্যুর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন এ ফ্র্যঞ্চাইজি কর্তা।
ফিক্সিং প্রমাণ করা কঠিন। গণমাধ্যমে বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে সন্দেহের কথা উঠে এসেছে। তারা জড়িত কিনা এখনও পরিষ্কার নয়। তবে কথায় আছে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে। ক্রিকেট বোর্ডও তাই স্বাধীন তদন্ত কমিটি করতে বাধ্য হয়েছে।
আকাশে বাতাসে ফিক্সিংয়ের গুঞ্জন। এবার ফরচুন বরিশাল চেয়ারম্যান মিজানুর রহমান যা বললেন তাতে চোখ কপালে উঠতে পারে।
ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়। আর অন্যরা ফিক্সিং করে খেলা চালায়। এটা কোনো কথা হতে পারে না। তাই আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক।
ফরচুন বরিশালের কোনো ক্রিকেটারের বিরুদ্ধে সন্দেহ উঠেনি। বিপিএল দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোরালো দাবি বরিশাল কণর্ধারের। তা না হলে এ টুর্নামেন্টের সঙ্গে ভবিষ্যতে না থাকার হুমকি দিয়ে রেখেছেন মিজানুর রহমান।
ফরচুন বরিশালের চেয়ারম্যান আরও বলেন, এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের খেলোয়াড়রই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন। এটার বিচার না হলে আমাদের মতন মানুষ থাকবে না। একেবারে সোজা কথা।
শুধু ফিক্সিং নয়। পারিশ্রমিক ইস্যুর প্রভাবও পড়েছে বরিশালের মতো দলের ওপর। রাজশাহীর ঘটনার পর এখন নাকি অগ্রীম টাকা ছাড়া আসতে চাচ্ছেন না বিদেশিরা।
মিজানুর রহমান বলেন, বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম চায়নি। কিন্তু সম্প্রতি আমি একটি সাক্ষাৎকারে বলেছি যে, আমাদের কাছে পর্যন্ত অগ্রিম টাকা চেয়েছে।
রার/সা.এ
সর্বশেষ খবর