বিপিএলের প্লে-অফকে সামনে রেখে অন্য তিন দল তারকা বিদেশিদের দলে ভেড়ালেও চিটাগাং কিংস ব্যতিক্রম ছিল। টুর্নামেন্টের শুরু থেকে খেলা দেশি-বিদেশিদের নিয়েই লড়ছে তারা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের কাছে হেরে যাওয়ার পর নতুন কোনো বিদেশি আনবে কি না তা জানতে চাওয়া হয়েছিল অধিনায়ক মোহাম্মদ মিঠুনের কাছে। উত্তরে ভিন্ন কিছু জানিয়েছেন তিনি।
গতকাল ম্যাচের দিন রংপুর রাইডার্স তিন বিদেশি আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে উড়িয়ে এনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মাঠে নামিয়ে দিয়েছিল। কিন্তু কাজের কাজ কিছু করতে পারেননি তারা।
উল্টো দল হেরে যাওয়ায় টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় রংপুর। রংপুরের মতোই কোনো বিদেশিকে আনিয়ে খেলাবে কি না, এমন প্রশ্নের জবাবে আজ সংবাদমাধ্যমকে হেসে মিঠুন বলেছেন, ‘চট্টগ্রামের টাকার গরম নেই। সে জন্য দেখাচ্ছে না।’
বিদেশিদের এনেই ম্যাচে নামিয়ে দেওয়ার পক্ষে নন মিঠুন। উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘টুর্নামেন্টে যে ক্রিকেটাররা খেলেছে, এখনো তারাই আছে। আমি সেটায় বিশ্বাস করি না যে রাতে একটা ক্রিকেটারকে আনলাম আর তাকে খেলিয়ে দিলাম।
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটা বিষয় আছে। আমাদের বিদেশিরা দেখবেন যে কেউ খারাপ খেলেনি। সবাই ভালো খেলেছে। তাদের ওপর সেই বিশ্বাসটা রাখতে পারি।’ চিটাগাংয়ের শেষে দিকে দুর্দান্ত ব্যাটিং করছেন শামীম হোসেন পাটোয়ারী।
গতকালও হেরে যাওয়া ম্যাচে ভিন্ন ধাঁচের কিছু শটে খেলেছেন ৭৯ রানের ইংনিস। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন মিঠুন। তিনি বলেছেন, ‘সাধারণত বাংলাদেশিরা যেভাবে ব্যাটিং করে, তার থেকে একটু ভিন্ন শামীমের ব্যাটিং। অবশ্যই টি-টোয়েন্টিতে এমন শট দেখতে মজা লাগে।
আমিও আসলে শামীমের একজন বড় ভক্ত। সে ফিল্ডিংয়েও অসাধারণ। আশা করব পরের ম্যাচেও সে এইভাবে জ্বলে উঠবে।’ আগামীকাল ফাইনালে ওঠার ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলবে চিটাগাং।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর