ডিবি পুলিশ এবং আক্কেলপুর থানা পুলিশ যৌথ ভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এবং একটি প্রাইভেট কার (নম্বর -ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩) জব্দ করা হয়েছে।
পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ডিবি পুলিশ এবং আক্কেলপুর থানা পুলিশ যৌথ ভাবে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সোনামুখী মোড়ে বড় মসজিদের সামনে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪০ কেজি গাঁজা, ৩৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি প্রাইভেট কার (যার নম্বর -ঢাকা মেট্রো-গ ৩৯-০৬১৩) জব্দ করা হয়।
আটককৃতরা হচ্ছেন কুমিল্লা জেলার চকবাজার মহল্লার মো. রুবেল (৪৩), জয়পুরহাট শহরের সাকিদার পাড়ার মোছা: নাজমা(৪০) ও মোছা:নাসরিন(২৫)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর