নরসিংদীর শিবপুরের লটকন বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো. আব্দুল গাফফারের নেতৃত্বে একটি দল শিবপুর থানার নতুন আটাশিয়া সৃষ্টিগড় এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ওই এলাকার মনির হোসেনের লটকন বাগানে পরিত্যক্ত অবস্থায় ৬টি প্লাস্টিকের বড় বস্তা উদ্ধার করেন। পরে বস্তাগুলো তল্লাশি করে ১৬ কেজি করে মোট ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। এগুলো জব্দ তালিকা করে কোর্টে প্রেরণ করা হয়েছে। আর এর পেছনে কে কে জড়িত তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর