পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব (৬২) সহ দু’জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিন দুপুরে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ওহাব পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত জাহেদ আলী শেখের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান। তার সাথে গ্রেপ্তার করা হয়েছে তার সহকারি সুজানগর মাস্টারপাড়া এলাকার আব্দুর রশিদ শেখের ছেলে রাব্বী শেখ (২২)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পুলিশ সুপার বলেন, আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পাবনা সদর থানায় গত বছরের ৩০ আগস্ট দায়েরকৃত ৪৭ নাম্বার মামলার এজাহারনামীয় পলাতক আসামি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এলে গোপন সংবাদের ভিত্তিতে গত ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে গ্রেপ্তারের পর পুলিশ গাড়িতে উঠিয়ে থানার দিকে রওনা হলে তার আত্মীয়-স্বজন এবং কর্মী-সমর্থকরা প্রথমে পুলিশের গাড়ির গতিরোধ করে। এরপর পুলিশের কাজে বাধা, পুলিশ সদস্যদের আহত করে ওহাবকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে ওহাব পুনরায় আত্মগোপনে চলে যান।
এ সময় পুলিশের পাঁচজন সদস্য আহত হন। তারা হলেন, সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা, এসআই আজাহার হোসেন, এসআই আবুল বাশার, কনস্টেবল শহিদুল ইসলাম ও কনস্টেবল কুরবান আলী। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। এ ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারি ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। রাতেই যৌথবাহিনীর অভিযানে এজাহারনামীয় ১১ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে জেলা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে সুজানগর উপজেলার মথুরাপুর দোপপাড়া এলাকার আনিছুর রহমান আনছু নামে এক ব্যক্তির বাড়ি থেকে ওহাব ও তার সহযোগী রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পাবনা ডিবি পুলিশের ওসি হাসান বাসির, সদর থানার ওসি আব্দুস সালাম, সুজানগর থানার ওসি গোলাম মোস্তফা সহ অন্যান্য সাংবাদিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে নেয় সমর্থক স্থানীয় নেতাকর্মীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর