রাঙামাটি শহরের মানিকছড়িতে পুকুরে ডুবে শরীফুল ইসলাম ( ১৮) এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মানিকছড়ি মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। শরীফুল জেলার সাপছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ মানিকছড়ি মাস্টার পাড়া এলাকার আব্দুল সালামের ছেলে। তিনি পেশায় শ্রমিক বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মানিকছড়ি মসজিদের পুকুরে গোসল করতে যান শরীফুল। পরে তিনি আর পুকুর থেকে ওঠেননি।
পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে এলাকার লোকজন পুকুরে জাল ফেললে তাতে মরদেহ ভেসে ওঠে।
এবিষয়ে রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর