![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
মানিকগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় ৫ আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শামীমা আক্তার এই রায় দেন।
রায়ে তাদের প্রত্যেককে আরো দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলায় মোট ১৪ জন আসামির ৯ জন খালাস পেয়েছেন।
মানিকগঞ্জ অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী সালাহ্উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, শিবালয় উপজেলার খালিশা গ্রামের মৃত জসিম মৃধার ছেলে সুজন, বেজপাড়া গ্রামের সাবারতের ছেলে উজ্জ্বল, একই গ্রামের মো. আ. হাকিম মোল্লার ছেলে জব্বার মোল্লা, বিলবরুইল গ্রামের মনিরুজ্জদ্দিনের ছেলে আজাদ, মো. আনু ব্যাপারী ছেলে কাজেমুদ্দিন ওরফে কাজেম। দণ্ডিতদের মধ্যে সুজন ও উজ্জ্বল পলাতক রয়েছে।
খালাসপ্রাপ্ত ৯ জন হলেন, শিবালয় উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত আলম মোল্লার ছেলে আক্কাস, খলিশা গ্রামের মৃত জসিম মৃধার ছেলে আনিচুর রহমান ওরফে আনিস, বেজপাড়া গ্রামের নহরমত মোল্লা ছেলে মো. ফারুক মোল্লা ওরফে টুটুল, বিলবরুইল গ্রামের মাইন উদ্দিন বেপারীর ছেলে মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ, ঘিওর উপজেলার শোলধারা গ্রামের মৃত হাসান মোল্লার ছেলে মো. মানিক মোল্লা, শিবালয় উপজেলার মনাইল গ্রামের মৃত. বিশার ছেলে রেজ্জাক ড্রাইভার, শিবালয় উপজেলার বুতনী গ্রামের মোকছেদের ছেলে ছিদ্দিক, বেজপাড়া গ্রামের চানুর ছেলে ফারুক, বুতনী গ্রামের মোঃ আলম মিয়ার ছেলে মোঃ মনির।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১১ মে রাতে শিবালয় উপজেলার বেজপাড়া গ্রামের সৌদি প্রবাসী সোনা মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা বাড়ির লোকজনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেটসহ ৭ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নেয়।
এই ঘটনায় সৌদি প্রবাসী মো. সোনা মিয়ার বড় ভাই আল আমীন বাদি হয়ে শিবালয় থানায় অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানিতে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৩৯৫ ধারায় ৫ আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারক রায় ঘোষণা করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর