ইসলামের নামে রাজনীতি করে জনগণের সঙ্গে মুনাফিকি করছেন, জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গণতন্ত্র হলো বিষমাখানো দুধের মাখনের মতো। নির্বাচনে যাবেন না বলেও বিগত সময়ে শেখ হাসিনার আঁচল ধরে নির্বাচনে গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফেকি করছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফেনীর সোনাগাজী ছাবের মোহাম্মদ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবারের আয়োজনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা ইশারা ইঙ্গিতে বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছেন। জনগণ জানে কারা নিজেদের আঙ্গিকার রক্ষা করে। খালেদা জিয়া জেল খেটেছেন, তারেক রহমান দেশ ছেঁড়েন তবুও দেশকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। নির্যাতিত ও অসহায়দের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। এই কার্যক্রম চলমান থাকবে।
রিজভী বলেন, বাংলাদেশে আগে ছিল একজন শত্রু পক্ষ। এখন অনেক শত্রু পক্ষ দেখছে অনেকে। সম্প্রতি দেখা গেছে একজন সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করেছে। আওয়ামী দোসরদের বিচারের আওতায় না আনায় তারা এরকম কাজ করার সাহস পায়। বর্তমান সরকার সকল কিছুতে ভ্যাট, ট্যাক্স বসিয়ে নিম্ন আয়ের মানুষদের সমস্যা সৃষ্টি করছেন। এগুলো কি আমরা প্রতিবাদ করব না। সমালোচনা করলে সরকার সচেতন হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বিএনপির সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিল। সমাবেশে আমরাই বিএনপির আয়োজনে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে বিএনপি নির্যাতিত শহীদ পরিবার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর