![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বাংলাদেশ আওয়ামী লীগ এর অনুসারি শিক্ষকদের সংগঠন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদ (স্বামাশিপ) এর এক নেতাকে ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠান মঞ্চে অতিথিগণের সাথে দেখা যাওয়ায় ভালুকা উপজেলার জনমনে ক্ষোভ বিরাজ করছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি অনুষ্ঠামঞ্চের বেশ কয়েকটি ছবিতে তার উপস্থিতি দেখা যাওয়ায় এই ক্ষোভের সৃষ্টি হয়।
স্বামাশিপ এর সাধারণ সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিনের বিগত সরকার আমলের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। দিপু মনি, স্বামাশিপ নেতা আওয়ামী লীগ দলীয় এমপি শাহজাহান সাজু সহ শিক্ষাখাতের একটি সিন্ডিকেটের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল।
তিনি নানা কৌশলে আবারও উপজেলায় তার দূর্নীতির জাল প্রসারের চেষ্টা করছেন। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ভালুকা শাখার সভাপতি পরিচয়ে সামনে আসছেন মাওলানা মেজবাহ উদ্দিন।
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি অনুষ্ঠামঞ্চে তার উপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, অনুষ্ঠান মঞ্চের দায়িত্ব উপজেলা শিক্ষক সমিতির উপর ছিল তাই ওখানে কারা কারা ছিল আমি বলতে পারবো না।
উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ বলেন আমি স্বামাশিপ এর সাধারণ সম্পাদক মাওলানা মেজবাহ উদ্দিন সম্পর্কে জানিনা।
জুলাই গণ-অভ্যুত্থানের ৬ মাস পূর্তির দিনে বিতর্কিত সংগঠনের একজন নেতার এভাবে মঞ্চে স্থান করে নেয়া জনমনে আশংকা তৈরী করেছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর