বিপিএলের এবারের আসরে চিটাগং কিংসের হোস্ট হিসেবে দেখা গিয়েছিল কানাডিয়ান হোস্ট ইয়াশা সাগরকে। আসরজুড়ে তাকে নিয়ে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা এবং উত্তেজনা। তবে শেষ অংশে চিটাগং কিংসের সাথে নেই ইয়াশা।
প্লে-অফে উঠে কোয়ালিফায়ারের বাঁধা টপকে চিটাগং চলে গেছে ফাইনালে। কিন্তু দলের সাথে দেখা যাচ্ছে না হোস্ট ইয়াশাকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, কোথায় আছেন হোস্ট ইয়াশা? দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও ইয়াশাকে নিয়ে প্রশ্ন এসেছিল।
সেখানে তাকে নিয়ে প্রশ্নের জবাবে দলের ম্যানেজার বলেছেন, ‘চুক্তি অনুযায়ী ৫০%+ পেমেন্ট উনাকে (ইয়াশাকে) দেওয়া হয়েছে। শেষ সপ্তাহে বাকিটা দেওয়ার কথা ছিল। উনি আমাদের সাথে যে চুক্তি ছিল সেটা উনি ফুলফিল করেনি। বাকিটা পরে জানিয়ে দিব। আমাদের এন্ড থেকে সব ঠিকঠাক ছিল।’
এবার চুক্তির শর্ত না মানার অভিযোগে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে চিটাগং কিংস। চিটাগং দলের মালিক সামীর কাদের চৌধুরীর পক্ষ থেকে উকিল নোটিশটি ইয়াশা বরাবর পাঠিয়েছেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
সেখানে লেখা হয়েছে চিটাগং কিংস এবং ইয়াশার মধ্যে গত ১০ ডিসেম্বর, ২০২৪ সালে যে চুক্তি করা হয়েছিল তার ৯ম ধারায় স্পন্সরদের বার্তা, বিজ্ঞাপনসহ নানা ব্যাপার ব্রডকাস্টিংয়ের অন্তর্ভূক্ত করার শর্ত ছিল, যা ইয়াশা পূরণ করেননি বলে অভিযোগ এনেছে চিটাগং কিংস।
লিগ্যাল নোটিশ পাওয়ার ২ দিনের মধ্যে ইয়াশাকে জবাব দেওয়ার কথা জানানো হয়েছে। নয়তো চিটাগং কিংস আইনের পথে হাঁটবে বলেও জানানো হয়েছে নোটিশে।
রার/সা.এ
সর্বশেষ খবর