![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
সম্প্রতি পল্টনের একটি চার তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো যমুনা এসির হ্যাপি পার্টনার্স মিট ২০২৫। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক ডিলার অংশগ্রহণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্সের পরিচালক (এইচসিএম) আফসার উদ্দিন, পরিচালক (মার্কেটিং) সেলিম উল্যা সেলিম, টেকনিক্যাল হেড কিন হুয়ান, আরঅ্যান্ডডি প্রধান লিউ গুইইং, হেড অব সেলস আক্তারুজ্জামান, সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট ম্যানেজমেন্ট) ইব্রাহীম হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
পরিচালক (এইচসিএম) আফসার উদ্দিন বলেন, যমুনা গ্রুপ সব সময় ব্যবসায়িক পার্টনার্সদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়ে আসছে। ভবিষ্যতে কিভাবে তাদের আরও বেনিফিট দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পাশাপাশি ক্রেতাদের নিকট সাধ্যের মধ্যেই সর্বোচ্চ মানের পণ্য পৌঁছে দিতে যমুনা ইলেকট্রনিক্স অঙ্গীকারবদ্ধ।
টেকনিক্যাল হেড কিন হুয়ান বলেন, পার্টনারদের সঙ্গে মজবুত সম্পর্ক গড়তে যমুনা পরিবার আগ্রহী। বাংলাদেশে একমাত্র যমুনা বিশ্বমানের মেশিন এবং কাঁচামাল নিয়ে এসি উৎপাদন করে থাকে। যমুনার প্রতিটি এসি ক্রেতার হাতে পৌঁছানোর আগে শতভাগ কোয়ালিটি নিয়ন্ত্রণ করা হয়, যাতে ভোক্তাদের অসুবিধায় পড়তে না হয়।
হেড অব সেলস আখতারুজ্জামান বলেন, যমুনা ইলেকট্রনিক্স সবসময় পার্টনারদের প্রায়োরি টিকে প্রাধান্য দেয়৷ তাই পার্টনাররা যাতে আগামী গ্রীষ্মের প্রস্তুতি ভালোভাবে নিতে পারে সেজন্য নতুন মডেলের এসি নিয়ে এসেছে। তিনি জানান, নতুন মডেলের যমুনা এসির কোয়ালিটিতে ডিলাররা সন্তুষ্ট। অনেক ডিলাররা স্পট অর্ডার করেছে।
গ্রীষ্মকালে ভোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে অনুষ্ঠানে যমুনা ব্র্যান্ডের নতুন ৬টি মডেলের এসির মোড়ক উন্মোচন করা হয়। এই এসিগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির 5D ইন্টেলিজেন্ট ডিসি ইনভার্টার ব্যবহার করা হয়েছে, যা বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে বাংলাদেশে প্রথমবারের মতো এসিতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল গ্লাস। অনুষ্ঠানে ডিলাররা নতুন মডেলের এসিগুলো সরাসরি দেখার সুযোগ পান এবং ফিচারসমূহ সম্পর্কে সম্যক অবহিত হন। তারা অত্যাধুনিক প্রযুক্তির এসি বাজারে নিয়ে আসার জন্য যমুনা ইলেকট্রনিক্সকে সাধুবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই নতুন মডেলের এসিগুলো আসন্ন গরমে ভোক্তাদের চাহিদা পুরন করবে।
অনুষ্ঠানে ডিলাররা এসি স্পট বুকিং-এ আকর্ষণীয় অফার পান এবং অনেকেই তাৎক্ষণিক অর্ডার প্রদান করেন। এছাড়া আগত অতিথি ও ডিলারদের জন্য ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র পুরস্কার ও যমুনা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর