টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নারায়ণগঞ্জ থেকে ছিনতাই হওয়া একটি সয়াবিন তৈল বোঝাই ট্রাক উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহাসড়কের দেওহাটা এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার ও বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের কুরনী এলাকা থেকে সয়াবিন তৈলের ট্রাক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অটোরিক্সা ছিনতাই করে প্রাইভেটকারের পেছনে বেধে ঢাকার দিকে যাচ্ছিল ছিনতাই চক্রের ৪ সদস্য। তারা মহাসড়কের দেওহাটা এলাকায় পৌঁছলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়।
এ ঘটনায় গ্রেপ্তারকতরা হলেন, রংপুর জেলার পীরগাছা থানার মৃত আব্দুর রহমানের ছেলে রাজু হোসেন (৪২), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার আব্দুল আজিজের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), রংপুর জেলার মিঠাপুকুর থানার রহিম ভরসার ছেলে ইয়ামিন (২৪) ও ফরিদপুর জেলার ফরিদপুর উপজেলার আইয়ুব খানের ছেলে মিরাজ খান (৩৬)।
ট্রাক ড্রাইভার সোহেল বলেন, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে তার ট্রাক। একটি মোটরসাইকেল ও একটি হাইচযোগে প্রায় ১০-১২ জনের একটি দল নিজেদের ডিবি পরিচয় দিয়ে তাকে ও তার হেলপারকে মারপিট করে চোখ বেধে ও হ্যান্ডকাফ লাগিয়ে হাইচে আটকে রাখে। সকালে তাদের ঢাকার কুড়িল এলাকায় ছেড়ে দেওয়া হয়। ট্রাকটিতে প্রায় ২০ লাখ টাকার সয়াবিন তৈল ছিল বলে চালান সূত্রে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, গ্রেপ্তারকৃত দুইজনের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে। তারা মহাসড়কে এই রকম চুরি ছিনতাই করে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয় হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর