![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
মানিকগঞ্জের সিংগাইর থানার নামে ব্যবহৃত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও স্টোরি আকারে শেয়ার করা হয়। পরে সমালোচনায় ৩৫ মিনিটের মধ্যে সেই ভিডিওটি ডিলিট করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে Singair PS (https:// www.facebook.com/ share/ 1A8bC73gaq/) নামক ফেসবুক আইডির স্টোরিতে ভিডিওটি দেখা যায়। পরে ১২টা ৪৯ মিনিটে সেটি সরিয়ে ফেলা হয়।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, 'ভিডিও শেয়ার করার বিষয়টি অনাকাঙ্ক্ষিত। আমি এই আইডিটি আসার আগেই তৈরি করা হয়েছে। ভিডিওটি দ্রুত ডিলিট করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
পোস্টটি ডিলিট করার পর সিংগাইর থানার পক্ষ থেকে ঐ ফেইজবুক পেইজে লিখিত জানানো হয়েছে, ফেসবুক স্টোরিতে ভিডিওটি দৃশ্যমান হওয়ার পেছনে প্রযুক্তিগত ত্রুটি বা হ্যাকিংয়ের আশঙ্কা রয়েছে। তবে এটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত ঘটনা। স্টোরিটি দেখা মাত্রই দ্রুত ডিলিট করা হয়। থানার পক্ষ থেকে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর