
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ও মাটি ব্যবস্থা আইনে দায়েরকৃত মামলার ৩ আসামি এবং থানাধীন বিভিন্ন এলাকা থেকে আরো পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলো- উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ফজলুল হক ওরফে আদর (৫২), দক্ষিণ কোন্নগর গ্রামের সাদ্দাম হোসেন ওরফে সাদেক মিয়া (৩২), একই গ্রামের আব্দুল হান্নান (৪০)। আর গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তারকৃত
আসামিরা হলো- উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের শহর আলী, মফিদুল ইসলাম ও ধোপাকুড়া গ্রামের হাবিবুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৬ আসামিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে৷
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর