![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
বগুড়ার শেরপুরে আ.লীগের ওয়ার্ড সভাপতি সরকারি খাস জমি দখল করে গ্রামের ২ হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ করার প্রতিবাদের মানববন্ধন করেছে গ্রামবাসী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঢাকা বগুড়া মহাসড়কের মদপুর (খলিফাপাড়া) এলাকায় এ মানববন্ধন করে। ওই আ.লীগ নেতার নাম রফিকুল ইসলাম। সে মির্জাপুর মদনপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি।
মানববন্ধনে আসা শাহিদা বেগম, জাহাঙ্গীর আলম, শিক্ষিকা খাদিজা খাতুনসহ অনেকে জানান, মির্জাপুর মদনপুর মৌজার আরএস নকশা অনুযায়ী দাগ নং ৪৮২/৭১৮ এর ১ নং খতিয়ানের ৬ শতাংশ জায়গা। যা বর্তমানে আরএস ফাইনাল খতিয়ান ও জেলা প্রশাসক নামে রেকর্ড হয়েছে। দীর্ঘ ৫৩ বছর ধরে সেই জায়গা দিয়ে মদপুর (খলিফাপাড়া) গ্রামবাসীর ২ হাজার মানুষ চলাচল করে।
হঠাৎ করে মির্জাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম দখল করে রাস্তা বন্ধ করে দিয়ে অবকাঠামো নির্মাণের চেষ্টা করছে। এ বিষয়ে গত ৩ ফেব্রুয়ারি শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
৬০ বছর বয়সী গ্রামবাসী তোফাজ্জল জানান, ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই জায়গা খাস হিসেবেই কাগজে দেখছি। এবং গ্রামবাসী সরকারি খাস জায়গা দিয়ে রাস্তা তৈরি করে চলাচল করছে। আজ গ্রামবাসীর রাস্তা বন্ধ ও বাধাগ্রস্ত করায় রাস্তায় মানববন্ধন করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন দ্রুত আইনগত ব্যবস্থার মধ্যে দিয়ে গ্রামবাসীকে দুর্ভোগ থেকে মুক্ত করবেন।
এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর