‘দাবি মোদের একটাই কচাকাটা উপজেলা চাই’ এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় কচাকাটা হাইস্কুল মাঠে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হল জেলার পূর্ব দুধকুমারের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ‘কচাকাটা প্রিমিয়ার লীগ’ (কেপিএল) ২০২৫।
কচাকাটা থানা ক্রীড়া সংস্থার আয়োজনে আসরটি টাইটেল স্পন্সর করেছে ‘দুধকুমার ফাউন্ডেশন’।
৫ম বছরে পদার্পণ করা আসরটির এবারই প্রথম বারের মতো মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বিডি২৪ লাইভ.কম।
বিডি২৪লাইভ.কমকে মিডিয়া পার্টনার হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন কচাকাটা প্রিমিয়ার লীগের আয়োজক কমিটিসহ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
আসরটিতে প্রতিবারের ন্যায় এবারো ৮টি দল অংশ গ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলো হলো- দল মালিক মনিরুল ইসলামের কচাকাটা মিডিয়া কিংস, গোলাম আজম বুলেটের শেখ বুলেট চ্যালেঞ্জার বন্ধু, ফেরদৌস আলমের বন্ধু ফাইটার্স, মনজুরুল আলম মনের বাসস্ট্যান্ড চ্যালেঞ্জার, হাসান আলী মণ্ডলের হাফসা স্টার, আব্দুল কাদের খানের এস.এইচ.কে টাইগার্স, মুকুল আহমেদের হিমু রাইডার্স ও জোবায়ের ইসলামের জোবায়ের গ্যালাক্সি গার্ডিয়ান্স।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারীর সার্বিক ব্যবস্থাপনায় ১৪নং কেদার ইউপি চেয়ারম্যান ও কচাকাটা উপজেলা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক আখম ওয়াজিদুল কবির রাশেদের সভাপতিত্বে আসরটির ফিতা কেটে উদ্বোধন করেন- বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম পরিচালক নুর ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কচাকাটা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, কচাকাটা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান কবীর, আসরের মিডিয়া পার্টনার বিডি২৪লাইভ.কমের নাগেশ্বরী প্রতিনিধি নূর-ই-আলম সিদ্দিক, কেদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর