![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
মানিকগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে তানজিম হাসান বাবুকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন। আসামি তানজিম হাসান বাবু মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের গুলটিয়া গ্রামের মৃত. আনোয়ার রহমানের ছেলে।
মামলাসূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ মার্চ মধ্যরাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করে ছেলে। এরপর লাশ বসতবাড়িতে লুকিয়ে রাখে। প্রাথমিক ঘটনা অনুসন্ধানে ছেলে তানজিন হাসান বাবা হত্যার দায় স্বীকার করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই সেলিম খান বাদি হয়ে সদর থানায় মামলা করলে তানজিমকে গ্রেফতার করে পুলিশ। অন্যের দ্বারা প্ররোচিত হয়ে বাবাকে খুন করেছে তানজিম। আসামীর এমন বয়ানের ওপর ভিত্তি করে ওয়াসিম চৌধুরীকে আদালত গ্রেফতারের নির্দেশ দেন।
এরপর আদালত দীর্ঘ পর্যালোচনা এবং সাক্ষ্য গ্রহণ শেষে এ ঘটনায় ওয়াসিম চৌধুরীর সম্পৃক্ততা না থাকায় তাকে খালাস প্রদান করেন এবং বাবা হত্যার দায়ে ছেলেকে একমাত্র আসামি করে যাবজ্জীবন সাজা প্রদান করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর