![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
রাজধানীর মোহাম্মদপুরে আসামি ধরতে অভিযানে গিয়ে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুরের বসিলার বোর্টঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম ও এএসআই সোহেল রানা। প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন।
জানা যায়, সন্ধ্যায় বসিলার বোর্টঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলার আসামিদের ধরতে অভিযানে গেলে নারী-পুরুষ মিলে পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তারা পুলিশ সদস্যদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওই ঘটনায় ৪ পুলিশ আহত হলে তাদের হাসপাতালে নেয়া হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, বুধবারের এ ঘটনার পর ঘটনাস্থলে অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর