![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
শেরপুরের শ্রীবরদীতে ১২০পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার সাজ্জাদ হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বকশীগঞ্জ টু ঝিনাইগাতী পাকা রাস্তার পাশ থেকে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার হাসধরা গ্রামের জহুরুল হকের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল বুধবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া সাকিনস্থ বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার পাশে জনৈক খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান চালায়। এ সময় সাজ্জাদ হোসেনকে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা হবে বলে র্যাব জানিয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর