![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমাম হোসেন বলেন, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের মতো সরকারি তিতুমীর কলেজেও আওয়ামী দোসর ছাত্রলীগের বিচারের ব্যবস্থা করতে হবে। যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর অত্যাচার ও নিপীড়ন চালিয়েছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা বলেন, ছাত্রজনতা ও ১৮ কোটি মানুষ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এখনো কোনো দৃষ্টান্তমূলক কাজ হয়নি। আমাদের এই আন্দোলনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই—নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের দোসরদের বিচার করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের কলেজে এখনো অনেক আওয়ামীপন্থি শিক্ষক রয়েছেন, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আমরা সরকারকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদায় নেওয়ার আহ্বান জানাই।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছয় মাস পেরিয়ে গেলেও সন্ত্রাসী আওয়ামী নেতাকর্মীদের এখনো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়নি। এমনকি যারা তাদের আশ্রয় ও সহযোগিতা করেছে, তাদের মধ্যেও কাউকে চাকরিচ্যুত করা হয়নি। আমরা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছি, কারণ গণঅভ্যুত্থান সংগঠিত হলে রাষ্ট্র পুনর্গঠনের জন্য আমাদের নেতা তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, আজ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালিত হচ্ছে। যতদিন পর্যন্ত তাদের বিচার না হয়, ততদিন পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর