![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
আপনি যে দলই করেন বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতেই হবে এমনটি বললেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ (খোকন)।
শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বঙ্গবন্ধু সম্বোধন করাকে কেন্দ্র করে প্রশ্নের মুখোমুখি হন মোহাম্মদ আব্দুল্লাহ। ছাত্রদল নেতা মশিউর রহমান লিপ্টনের সাথে ফোন আলাপকালে তিনি এসব কথা বলেন। যা এখন ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়া ফেসবুকে।
লিপ্টনের সাথে সেই ফোন আলাপে তিনি বলেন, ‘আমি সব সময় বঙ্গবন্ধুকে জাতির পিতা সম্বোধন করি। মেজর জিয়াউর রহমান, মির্জা ফখরুলও শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বঙ্গবন্ধু সম্বোধন করেন’।
তিনি আরো বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বঙ্গবন্ধু সম্বোধন না করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। শেখ হাসিনা খারাপ কাজ করেছে,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান, অপদস্থ করেছে তার বিরুদ্ধে যা খুশি করো তাতে কোনো সমস্যা নেই তবে বঙ্গবন্ধু জাতির পিতা এটা কোনোভাবে অস্বীকার করতে পারিনা।
বিএনপি নেতা আব্দুল্লাহ বলেন, ‘শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে সম্বোধনের কারণে আমাকে জেলা বিএনপির পদ থেকে সরানো হলেও আমার কোনো আপত্তি নেই’।
সোশাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ফোন আলাপের বিষয়ে মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ খোকন সাংবাদিকদের একই কথা বলেন।
উল্লেখ্য, মোহাম্মদ আব্দুল্লাহ মেহেরপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেহেরেপুর সরকারি কলেজের সাবেক ভিপি ছিলেন।
এছাড়া গাংনী উপজেলা বিএপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। বর্তমানে তিনি মেহেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সদস্য।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর