খাগড়াছড়ি আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিনা প্রতিদ্বন্দ্বী পূর্ণ প্যানেল নির্বাচিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ বেদারুল ইসলাম।
প্রধান নির্বাচন কমিশনার এড. কামাল উদ্দিন মজুমদার ও নির্বাচন কমিশনার এড. আকতার উদ্দিন মামুন একক প্রার্থী হিসেবে এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছে, সিনিয়র সহ-সভাপতি এড. রিপল চাকমা, সহ-সভাপতি এড. শুভ্রদেব ত্রিপুরা, সহ-সম্পাদক এড. মোখলেচুর রহমান ভূইয়া, অর্থ সম্পাদক এড. শেখ মো. জামাল হোসেন সিদ্দিকী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড. সৃজনী ত্রিপুরা, পাঠাগার সম্পাদক এড. মুহাম্মদ কবীর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. উথিমং মারমা, শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক এড. জসিম উদ্দিন খান, সমাজসেবা ও জনকল্যাণ সম্পাদক এড. শাশ্বত্ব প্রিয় চাকমা, সদস্য পদে এড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, এড. ফিরোজুল আলম চৌধুরী, এড. শাহিনুর আক্তার পিংকি ও এড. আল নোমান সাবিত।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর